বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা শারীরিক শিক্ষার পাশাপাশি স্কুলভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধূলায় স্বক্রিয় অংশগ্রহণ করে থাকে। ৩য়-৮ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ফুটবল, ক্রিকেট, ব্যাটমিন্টন টীম গঠন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত ২০১৭ সালের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় বিদ্যালয়ের দল ইউনিয়ন পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।