1. [email protected] : BKGPS : BKGPS
  2. [email protected] : mwebbd.com : mwebbd.com
শৃংখলা - বসতপুর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়

শৃংখলা

বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশ  সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকল ছাত্রছাত্রীকে নিম্নবর্ণিত নিয়ম  শৃঙ্খলা অনুসরণ করতে হয়ঃ

১। প্রতিটি ছাত্র-ছাত্রীকে  নির্ধারিত পরিষ্কার-পরিচ্ছন্ন পোষাকে বিদ্যালয়ে আসতে হবে।
২। চুল পরিপাটি করে আচঁড়িয়ে আসতে হবে। ছেলেদের চুল ছোট করে কাটতে হবে এবং মেয়েদের দুই বেনী/ঝুঁটি করে আসতে হবে।
৩। নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে।
৪।  ছেঁড়া কাগজ, ফলের খোসা, উচ্ছিষ্ট ইত্যাদি শ্রেণিকক্ষে, করিডোরে কিংবা বিদ্যালয় আঙ্গিনায় না ফেলে নির্দিষ্ট জায়গায় অথবা ডাস্টবিনে ফেলতে হবে।
৫। উপযুক্ত কারণ ব্যতীত বিদ্যালয়ে অনুপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়।

৬। ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র-ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে আসা নিষেধ। এইক্ষেত্রে শ্রেণিশিক্ষকের মাধ্যমে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে।
৭। কোন ছাত্র-ছাত্রী কোন অবস্থায় বিদ্যালয়ে মোবাইল ফোন, হেডফোন, এমপিথ্রি প্লেয়ার, সিডি, আইপ্যাড, ক্যামেরা ইত্যাদি বিদ্যালয়ে আনতে পারবে না।
৮।  কোন অনুষ্ঠান কিংবা বিশেষ প্রয়োজনে অবশ্যই শ্রেণিশিক্ষকের অনুমতি সাপেক্ষে উপরোক্ত দ্রব্যাদি সাথে নিয়ে আসতে পারবে।

৭। কোন ছাত্র-ছাত্রী কোন অবস্থায় বিদ্যালয়ে মোবাইল ফোন, হেডফোন, এমপিথ্রি প্লেয়ার, সিডি, আইপ্যাড, ক্যামেরা ইত্যাদি বিদ্যালয়ে আনতে পারবে না।

৯। সময়ে সময়ে বিদ্যালয় হতে জারীকৃত বিধি-বিধান মেনে চলার মানসিকতা থাকতে হবে।

১০। ছোট-বড় সকল শিক্ষার্থীর সাথে মার্জিত ও ভদ্র আচরণ করতে হবে। সকলের সাথে আদবের সাথে কথা বলতে হবে।

© ২০২৩ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
কারিগরি সহায়তায়: এম ওয়েব বিডি