শিশু থেকে ৮ম শ্রেণি বালক এবং বালিকাঃ
১। সকল ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ের ইউনিফর্মের সাথে পরিচয়পত্র ধারণ করতে হয়।
২। শীতকালে সকল ছাত্র-ছাত্রীকে ফুল হাতা নেভি ব্লু সোয়েটার/কার্ডিগান পরতে হয়।
৩। ছাত্রদের চুল ছোট করে কাটতে হয় এবং মেয়েদের চুল দুই বেনী/ঝুটি বেঁধে আসতে হয়।
৪। নির্ধারিত ইউনিফরম পরে বিদ্যালয়ে আসতে হবে।