আজ ৫ই অক্টোবর ২০২৩, বসতপুর কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এড্রেস পরিবর্তন করা হয়েছে। basatpurcolonygps.com থেকে পরিবর্তন করে বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অফিসিয়াল .edu.bd এক্সটেনশন নিয়ে bkgps.edu.bd নামে ওয়েবসাইট চালু করা হয়েছে।